
সেবা ডেস্ক: পূজো নিয়ে গাওয়া ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের ‘দুর্গা এল’ গানটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে। তারপরই ভাইরাল হয়েছে সেই গানের ভিডিও।
গানটি ইতিমধ্যেই শোনা হয়েছে প্রায় সাড়ে ২৭ লক্ষ বার। সেই গান মুক্তির পর মোনালি উড়ে গিয়েছেন বিদেশে। সেখানকার রাস্তায় মনের আনন্দে নাচছেন তিনি। সেই ঘটনার ভিডিও বুধবার তিনি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পর ভাইরাল হয়েছে মোনালি ঠাকুরের সেই নাচের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের হুডির সঙ্গে কালো রঙের হট প্যান্ট পরে আছেন মোনালি। আর রাস্তার মধ্যে হাসি মুখে বাচ্চা মেয়ের মতো লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে এগোচ্ছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।