
গাইবান্ধা জেলা প্রতিনিধি: একটি বেসরকারী টিভিতে সরকারী পুকুর লীজের দূর্নীতির বিরুদ্ধে সাক্ষাৎকার দেয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতি’র সভাপতি সংখ্যালঘু সম্ভু হাওলাদারের উপর নির্যাতনকারী দূর্বৃর্ত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে সোমবার উপজেলা পরিষদ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টন নিয়ে মৎস্যজীবি সমিতির সদস্যরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শিবাস চন্দ্র, গুমানীগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি ধলু মিয়া, কামারদহ মৎস্যজীবি সমিতি’র সদস্য মোস্তাফিজার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মৎস্যজীবি সম্ভু হাওলাদারের উপর যারা নির্মম নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেইসাথে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।