
সেবা ডেস্ক: বগুড়ার গাবতলীতে ঘুষসহ হাতেনাতে দুদকের কাছে আটক হলেন আব্দুল হান্নান নামে এক ইউপি ভূমি সহকারী কর্মকর্তা।
আজ রোববার বিকেলে উপজেলার নাড়ুয়ামালা ইউপি ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুদক বগুড়ার উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, মতিউর রহমান মানিক নামে একজন তার পৈত্রিক জমির খাজনা দিতে ভূমি অফিসে যান। এ সময় তার কাছ থেকে ১৪৩ টাকা খাজনার সঙ্গে অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি করেন আব্দুল হান্নান। বিষয়টি দুদকের হটলাইনে জানান মশিউর। পরে তাদের পরামর্শে একটি লিখিত অভিযোগ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে ওই ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ১৩ হাজার টাকাসহ আব্দুল হান্নানকে আটক করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।