
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ১৪ অক্টোবর সোমবার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
“সকলের হাত, পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্য বিষয় নিয়ে উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন ।
শিশুদের হাত ধোয়ার অভ্যাস করানো, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লুডু খেলা ও প্রশ্নত্তোরের মাধ্যমে বিভিন্ন রোগ-বালাই সম্পর্কে অবগত হন । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধুয়ে ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন।
ক্যাম্পেইনে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের একাউন্ট্যান্ট মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, রাশেদ উর রহমান, শিক্ষক জেসমিন আক্তার, জাহানারা বেগম , মাদারেরচর গ্রাম উন্নয়ন সংঘের লিডার শাহ সুলতান সহ সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।