
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে ডিবি পুলিশের অভিযানে হামলা চালিয়ে আব্দুর রহিম বক্স নামের একজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সহযোগী মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা। এ সময় স্থানীয় মোর্শেদ ও শহীদ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, জামালপুর জেলা ডিবি কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম বক্সকে (৫২) আটক করতে তার বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় ২৫০ টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম বক্স এবং তার সহযোগী মোফাজ্জল হোসেনের ছেলে মোর্শেদ (৪৫) ও শহীদকে (৩৫) আটক করা হয়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক আব্দুর রহিম বক্সের সহযোগী মাদক ব্যবসায়ী, তার স্বজন ও প্রতিবেশী বিপুল সংখ্যক নারী ও পুরুষ তাকে ছাড়িয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা আটক আব্দুর রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রহিম বক্সকে আটক করার সময় তার সহযোগী মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করে এবং রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক রহিম বক্সসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।