
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে মাথার উপর ডাল পড়ে নিহত হয়েছে আমির আলী (৪৫) নামে এক গাছকাটা শ্রমিক। নিহত আমির আলী ঝিনাইগাতি উপজেলার ডেফলাই গ্রামের বাসিন্দা। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতকুচি বিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দরপত্রের মাধ্যমে প্রাপ্ত জিলানী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন বিভাগের বাতকুচি বিটে সামাজিক বনায়নের আকাশমনি গাছ কাটছিল। দুপুরে গাছ কাটা অবস্থায় একটি গাছ অপর একটি গাছের ডালে আঘাত করে আছড়ে পড়ে। এতে ওই গাছটির ডাল ভেঙ্গে আমির আলীর মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংশ্লিষ্ট মধুটিলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।