
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ১৯ অক্টোবর বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিক আলমগীর আহম্মেদ (২৮) মারা গেছে। সে পাঠপয়লা ঠেঙ্গেপাড়া গ্রামের সদাগর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ১৯ অক্টোবর বিকেল ৪টায় পাছপয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা। বেলা ১১টায় সম্মেলন সফল করতে ওই ডেকোরেটর শ্রমিক কাজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। দ্রুত তাকে মেলান্দহ হাসপাতালে নেয়া হলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক মৃত ঘোষণা করেন। ওসি রেজাউল করিম খান জানান-এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত এবং দু:খ প্রকাশ করে বলেন- আপাতত: ওই দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।