
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীকে নির্যাতনের মামলায় গোলাম রব্বানী কালু (৩৫) নামে পরকীয়ায় আসক্ত এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম রব্বানী উপজেলার মাঠপাড়া গ্রামের আমির হোসেন পন্ডিতের ছেলে। শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বথুয়াবাড়ি গ্রামের মমতাজ ফকিরের মেয়ে শান্তনা খাতুনের প্রায় ৩ বছর আগে গোলাম রব্বানী কালুর সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর অন্য নারীর সঙ্গে গোলাম রব্বানীর পরকিয়ার বিষয়টি জানতে পারেন শান্তনা খাতুন। এতে শান্তনা খাতুনের শান্তির সংসারে অশান্তির সৃষ্টি হয়। পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।
এ বিষয়টি সমঝোতার জন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক করে সমাধান হয়নি। একই বিষয় নিয়ে ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামীর নির্যাতনে আহত হয় শান্তনা খাতুন। খবর পেয়ে শান্তনা খাতুনের বাবার বাড়ির লোকজন এসে স্বামীর বাড়ি থেকে শান্তনা খাতুনকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শান্তনার বাবা মমতাজ ফকির বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় গোলাম রব্বানী ও তার পরকীয়া প্রেমিকাসহ ৩ জনকে আসামী করা হয়। মামলার পর থেকে পরকীয়া প্রেমিকা পলাতক রয়েছে। তবে মামলার প্রধান আসামী গোলাম রব্বানীকে শনিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।