উত্তরায় ভুয়া চাকরিদাতা চক্রের আট সদস্য গ্রেফতার

S M Ashraful Azom
0
উত্তরায় ভুয়া চাকরিদাতা চক্রের আট সদস্য গ্রেফতার
সেবা ডেস্ক: দেশের সহজ-সরল বেকার যুবকদের থেকে ভালো পজিশনে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগে বৃহস্পতিবার রাজধানী উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- গিয়াসউদ্দিন পিন্টু ওরফে আকাশ (৩৭), হাসান গাজী (৩১), বিল্লাল শেখ (৩০), শেখ শের আলী রাজু (৩০), গনেশ প্রসাদ সাধন (৪১), সাহাগ (৩১), আজাদুল ইসলাম (১৯) ও রশি আক্তার (২১)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, অভিযানে স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী পদে ও অন্যান্য প্রতিষ্ঠানে যোগদানের ভুয়া নিয়োগপত্র, এপি ফাউন্ডেশনের মানি রিসিপ্ট, গোল্ডেন লাইন মেডিকেল সেন্টারের সিল যুক্ত খালী মেডিকেল চেক-আপ ফরম, এপি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাধাই করা প্রজেক্ট প্রোফাইল উদ্ধার করা হয়।

এছাড়া এপি ফাউন্ডেশনের টাইপকৃত প্যাডে চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো চিঠির কপি, এপি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর নামযুক্ত পদবির সিল, কম্পিউটার ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top