
সেবা ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৩০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
আজ শুক্রবার সকালে তাকে অটক করা হয়। আটক জয়নাল আবেদীন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিটে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি চার্জার লাইট উদ্ধার করে ১৩০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।