
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আলোচনা সভা, কেককাটা, দোয়া মাহফিল, অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামান আব্দুন নাছের বাবুল। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অংকন কর্মকার। বক্তারা বলেন, শেখ রাসেলকে হত্যা করে মানবরূপী কিছু দানব। ৭৫ এর ১৫ আগস্ট আন্ত চক্রান্তে বিপথগামী কিছু সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের। তারা নিষ্পাপ শিশু রাসেলকেও সেদিন বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেয়।
অন্যানের মধ্যে সহ সভাপতি শ্হাদত হোসেন স্বাধীন,আঃ রাজ্জাক লাল মিয়া,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন,সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল,কাউন্সিলর মোহন মিয়া উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুরের সঞ্চালনায় এ সময় আওয়ামী লীগ,যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে শেখ রাসেলের জন্মদিন কেক কাটা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।