শেরপুরে সাংবাদিক কাকন রেজার মায়ের ইন্তেকাল

S M Ashraful Azom
0
শেরপুরে সাংবাদিক কাকন রেজার মায়ের ইন্তেকাল
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি : শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাকন রেজার মা, ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কবি আব্দুর রেজ্জাকের সহধর্মিনী জাহানারা রেজ্জাক শেফালী (৮২) আর নেই। তিনি ১৯ অক্টোবর শনিবার সকাল ৭টায় বার্ধ্যক্যজনিত কারণে শহরের রঘুনাথপুর বাজার এলাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, পুত্রবধূসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল হামিদের ছোটবোন। ব্যক্তিগত জীবনে তিনি জেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পরিচ্ছন্ন জীবনের অধিকারী জাহানারা রেজ্জাক একসময় পৌর নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্ব›িদ্বতা করেন।

তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর শহরের তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক পিপি এডভোকেট আব্দুল কাদের খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আল ফারুক ডিওন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মরহুমার একমাত্র পুত্র কাকন রেজা। পরে শেরপুর প্রেসক্লাবের তরফ থেকে মরহুমার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জানাযা শেষে মরহুমার লাশ স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে তার নাতি প্রয়াত তরুণ সাংবাদিক ফাগুন রেজার কবরের পাশে দাফন করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top