![]() |
নুসরাত ফারিয়ার পেট নিয়ে অংকুশ এর মন্তব্য |
সেবা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত আপডেট থাকা তারকা নুসরাত ফারিয়া। প্রতিনিয়ত ছবি পোস্ট করেন তিনি সেখানে। কিছুদিন আগেও এখানে সুইমিং স্যুট পরে ছবি দেয়ায় বিতর্কিতও হয়েছিলেন এই নায়িকা। এবার তার ওয়ার্কআউট একটি ছবি পোস্ট দিয়ে আবারো আলোচনায় ফারিয়া।
শারীরিক ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমনেশিয়ামে যান নায়িকা নুসরাত ফারিয়া। বুধবার (৯ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম একাউন্টে জিমনেশিয়ামে দাঁড়িয়ে তার ওয়ার্কআউটের একটি ছবি পোস্ট করেন তিনি।
কঠোর জিমে মত্ত ফারিয়া, এমন ভঙ্গিতেই ছবিতে দেখা যায় তাকে। তবে এই ছবিতে সবার দৃষ্টি যায় ফারিয়ার ‘অ্যাবস’-এর দিকে!
সেই ছবিতে এ পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন প্রায় সত্তর হাজারের বেশি মানুষ। ছবিতে মন্তব্য এসেছে প্রায় পৌনে এক হাজার! এরমধ্যে একটি মন্তব্য দৃষ্টি কাড়ছে সবার! কারণ ওই মন্তব্যটি করেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।
ফারিয়ার ওই ছবিতে এসে অঙ্কুশ মন্তব্য করেন, ‘অ্যাবস ফেটে পড়ছেতো’!অঙ্কুশের এমন মন্তব্যের পর সেখানে পড়ে আরো বেশকিছু মন্তব্য।
সম্প্রতি অঙ্কুশের সাথে ‘ভয়’ নামের একটি ছবির শুটিং সম্পন্ন করেছেন নুসরাত ফারিয়া। এরআগে এই নায়কের বিপরীতেই ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিলো তার। এরপর জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে দেখা যায় তাদের। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই জুটির ছবির নাম ‘বিবাহ অভিযান’।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।