
শামীম তালুকদার: আসছে ২ নভেম্বর শুরু হতে যাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা।যা ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা ও ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিন্তের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একইসাথে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিস্ট উপজেলা বার্তা প্রেরণ করা হয়েছে।
নির্দেশনাগুলো গুলােহলো ১।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে হলে প্রবেশ করতে হবে। কোন কারণে দেরিতে হলে প্রবেশ করতে হলে নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে সে দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।
২। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে । দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী' ব্যক্তিদের এবং যাদের হাত নেই তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।
৩। শিক্ষার্থীদের আলাদাভাবে কোনো বৃত্তি পরীক্ষা দিতে হবে না এ পরীক্ষায় আলোকে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের বাছাই করা হবে ।
৪। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যতীত অন্যদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ সময়ে কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী করা হয়েছে।
৫। আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
৫। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে কোনো দুর্বিত্ত প্রতারক যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া বা মিথ্যা প্রশ্নপত্র তৈরি করে প্রতারণা কিংবা গুজব সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহব্বান জানানো হয়েছে।
৬। পরীক্ষায় হলের সম্ভাব্য সকল জরুরী সমস্যা সমাধানের প্রস্তুতি থাকছে।
এসব নির্দেশনা ইতোমধ্যে সারা দেশের প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকতার তত্তাবধানে,কেন্দ্রসচিব,হল পর্যবেক্ষক ও সংশ্লিস্ট প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দদের নিয়ে পরীক্ষা প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণে এ বছরের ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।