
সেবা ডেস্ক: প্রকাশ্যে পিস্তল উপরে তুলে গুলি ছুড়লেন এক নারী। এতে ওই এলাকায় তৈরি হয় আতঙ্ক। জানা যায়, গুলি ছুড়ে দেওয়ালি উদ্যাপন করলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী দম্পতি।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এনডিটিভি জানায়, রাজ্যের বারেইলির ইজ্জতনগরের ওই ব্যবসায়ীর নাম অজয় মেহতা। সন্তানদের পাশে নিয়ে স্ত্রীসহ তিনি পিস্তল উঁচিয়ে গুলি করে দেওয়ালি উদ্যাপন করেন।
ভিডিওতে দেখা যায়, শোলে সিনেমার ‘তেরা কিয়া হোগা কালিয়া’ ডায়ালগ বলে বলে গুলি ছুড়ছেন অজয় মেহতা। তার সঙ্গে গুলি ছুড়ছেন তার স্ত্রী। পাশেই ছিল তাদের ছেলে-মেয়েরা।
এই ঘটনায় তাদের প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য তারা ঘরের ভেতরে ঢুকে যান।
এদিকে ঘটনার তদন্ত করা শুরু করেছে পুলিশ। তবে ব্যবসায়ী দাবি করেন, তাদের হাতে খেলনা পিস্তল ছিল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।