মিঠা পানির ডলফিন বাঁচলেই নিশ্চিত হবে টেকসই জলজ পরিবেশ

G M Fatiul Hafiz Babu
0
মিঠা পানির ডলফিন বাঁচলেই নিশ্চিত হবে টেকসই জলজ পরিবেশ
সেবা ডেস্ক: দেশের মিঠাপানির ডলফিন বাঁচলে সুস্থ থাকবে জলের আধার। নিশ্চিত হবে টেকসই জলজ পরিবেশ ব্যবস্থাপনা।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে ইউএনডিপি, বাংলাদেশ বন বিভাগ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত ডলফিন রক্ষায় জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলজ পরিবেশে ডলফিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। কারণ যে জলাধারে ডলফিন থাকে সেখানে জলজ জীবন চক্রের ভারসাম্য রক্ষা হয়। এতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়। জলে ডলফিনের উপস্থিতি এবং আচরণ পানির গুনগতমান বা ওই পরিবেশের ভালো এবং খারাপ অবস্থার তথ্য দেয়।

গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, পরিবেশগত প্রভাব বোঝার নির্দেশক ডলফিন বাংলাদেশে বিপন্নপ্রায়। দেখা গেছে, অপরিকল্পিত বাঁধ তৈরি, মিঠা পানির প্রবাহ কমে যাওয়া, নির্বিচারে শুশুক হত্যা, মাছ ধরার জালে আটকে পড়ে মৃত্যু ও নদীর নাব্যতা হ্রাস, কল কারখানার তরল বর্জ্যে পানি দূষণ, ডলফিনের তেলের উপকারিতা নিয়ে লোকসংস্কারে ডলফিন হত্যাসহ নানা কারণে এদের সংখ্যা হ্রাস পেয়েছে।

ডলফিন বাঁচলেই রক্ষা পাবে জলজ জীবনচক্র। এজন্য শুশুক, শিশু বা ডলফিন রক্ষায় প্রয়োজন জনসচেতনতা এবং নদী রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top