
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনের তৎপরতা না থাকায় ব্রহ্মপুত্র নদী থেকে অবাধে ইলিশ শিকার করছে জেলেরা। অসাধু কিছু জেলেরা ইলিশ মাছ শিকার করে ওই এলাকায় রাস্তার মোড়ে মোড়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।
এলাকবাসি জানান, গত কয়েক দিন থেকে স্থানীয় কিছু জেলে নৌকায় করে ব্রহ্মপুত্র নদীতে কারেন জাল দিয়ে দিনে-রাতে প্রকাশ্যে ইলিশ মাছ শিকার করা হচ্ছে। পরে এসব ইলিশ মাছ নদীর পার্শ্ববর্তী গ্রামের রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করছে।
ইলিশ মাছ ক্রেতারা এখানে ভোর রাত থেকেই নদীর কিনারে বা মোড়ে অবস্থান করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে বলেন, নদীতে মাছ শিকার করা আমাদের পেশা। মাছ শিকার করে বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করি।
এছাড়া আমাদের আর তো কোন কর্ম নাই। সরকার ইলিশ মাছ শিকার করা নিষেধ কছেন জানি। কিন্তু পেটের দায়ে এসব মাছ শিকার করছি।
অপর দিকে উপজেলা মৎস অফিস থেকে এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা করা হয়নি। সরকার ৯ অক্টোবর হতে ১১ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা জারী করছেন। সেই সাথে কেউ যাতে ইলিশ মাছ ধরতে না পারে সে জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে। ব্রহ্মপুত্র নদীতে অবাধে ইলিশ মাছ শিকার করা হলেও প্রশাসনের কোন তৎপরতা নেই।
এ ব্যাপারে রৌমারী উপজেলার অতিরিক্ত দায়িত্বরত মৎস অফিসার আব্দুর শাকুর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলিশ মাছ ধরা বিষয় আমি কিছু জানিনা। তবে সরকারি ভাবে জেলেদের জন্য ২০ কেজি করে ভিজিএফ চাউল দেওয়া হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।