বাঁশখালীতে মিথ্যা মামলা দায়ের করে ফেঁসে গেলেন গৃহবধু

S M Ashraful Azom
0
বাঁশখালীতে মিথ্যা মামলা দায়ের করে ফেঁসে গেলেন গৃহবধু
বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম): নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল চট্টগ্রাম -১ এ মিথ্যা মামলা দায়ের করে গৃহবধ‚ কানিজ ফাতেমা নিজেই ফেঁসে গেলেন মামলায়। চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আদালতের গ্রেফতারি পরোয়ানায় কানিজ ফাতেমা নামে ওই গৃহবধ‚কে অটক করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে এসআই নাজমুল হাসান এর নেতৃত্বে সহযোগী নারী পুলিশসহ একটি টিম নারী শিশু নির্যাতন মামলার ৫৩৫/২০১৯-ধারার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী কানিজ ফাতেমাকে আটক করেন। আটককৃত আসামী ছনুয়া ইউনিয়নের খুদুকখালী ৭নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।

উলে­খ্য, ২০০৬ সালে শেখেরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আনছুর আলী বাড়ীর মৃত হাবীবুর রহমানের পুত্র নেজাম উদ্দীনের সাথে একই উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খুদুকখালীর আবুল কাসেমের মেয়ে কানিজ ফাতেমার বিয়ে হয়। বিয়ের ১বছরে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। স্বামী প্রবাসে থাকার সুবাধে স্ত্রী কানিজ ফাতেমা পরকিয়ায় লিপ্ত হয় জেনে স্বামী নেজামের সাথে এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। স্বামী মেয়ের বাড়ীতে বিষয়টি অবহিত করলে স্থানীয়ভাবে শালিসী বৈঠকে বসার কথা বলেও তারা আসেনি।

অপরদিকে কানিজ ফাতেমা মিথ্যামামলা দায়ের করেন তার প্রবাসী স্বামীসহ তিন জনের বিরুদ্ধে। মামলায় উলে­খ করা হয়েছে, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১৮ সালের ২৫ আগস্ট স্ত্রী কানিজ ফাতেমাকে তার স্বামী নেজাম উদ্দিন অশ্লীল গালিগালাজ ও মারধর করে। এ ঘটনায় পরবর্তী বছরের ৫ জানুয়ারী স্বামী নেজাম উদ্দীন, স্বামীর বড় ভাই মো. আবুল কাশেম, স্বামীর মা রোকেয়া বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, চট্টগ্রামে মামলা দায়ের করেন কানিজ ফাতেমা। সাক্ষ্য প্রমাণ শেষে এ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক মোঃ মশিউর রহমান স্বামীসহ অপর আসামিদের খালাস দেন।

এদিকে, হয়রানী ও মিথ্যা মামলা দায়ের করায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল চট্টগ্রাম-১ এর বিচারক (জেলা জজ) এর নির্দেশে ৫৩৫/২০১৯ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারী করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার ৫৩৫/১৯ ধারার ওয়ারেন্টভুক্ত আসামী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে বলে জানান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top