
জামালপুর সংবাদদাতা : বর্তমান সরকারের টেকসই উন্নয়ন (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। জামালপুরে নকশী পল্লীর উদ্যোক্তাগের ব্যাংক ঋণ পেতে চেম্বারের নেতৃবৃন্দ গ্যারান্টার হবার ভ‚মিকা রাখার বিষয়ের উপর আলোকপাত করা হয়।
১৯ অক্টোবর দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি;র ৩২ তম বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। লুইজ ভিলেজ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-দি জামালপুর চেম্বার অর কমার্স এন্ড ইন্ডাস্ট্রি;র সভাপতি ও এফবিসিসিআইএর পরিচালক রেজাউল করিম রেজনু। ইকরামুল হক নবীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক চেম্বারের সভাপতি সৈয়দ মাহাবুবুল গনি বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শুভ্র মেহেদী, উইম্যানস চেম্বার অব কমার্স এর জেলা প্রতিনিধি ও নারী উদ্যোক্তা সাইদা আক্তার সহ সাধারন ব্যবসায়ী প্রমুখ ।
উল্লেখ্য, জামালপুর জেলায় প্রায় ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে সর্ব মহলের সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।