
রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ধুনট উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা আকতার, প্রশিক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলাম, দলনেতা রুবেল মাহমুদ ও ফরিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা ৩৫ টি পূজা মন্ডপে ১৯৩ জন আনসার ও ভিডিপির সদস্য দশমী পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।