
ফয়জুর রহমান, গাজীপুর : সফিপুর আইডিয়াল পাবলিক কলেজে বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মোবারক হোসেন, কলেজের প্রভাষকগণ ও অন্যান্য অতিথিবৃন্দ।
দুই পর্ব বিশিষ্ট অনুষ্ঠানের প্রথম পর্বে নবীনদের বরণ ও অতিথিগণের দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।নবীনদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচন করার সুমহান দায়িত্বে অংশগ্রহণ করতে হবে। পড়ালেখায় মনোযোগ বাড়ানোর বিকল্প নেই। মাদকসহ নেশাজাতীয় সকল কর্মকাণ্ডকে উৎখাত করতে সকলকে এগিয়ে আসতে হবে। উচ্চ শিক্ষার জন্য ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিজের অবস্থান সুদৃঢ় করাই একটা বিরাট চ্যালেঞ্জ। আর এইস.এস.সির এই দুই বছরের পড়ালেখাই নির্ভর করবে সেই যুদ্ধে সফলতার মাপকাঠি। অতিথিগণের দিকনির্দেশনায় এসব কথা উঠে আসে।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজন ছিল মনোমুগ্ধকর। কলেজের প্রভাষক আফফান আলী ও শাহীনুর গাজীর পরিচালনায় আবৃত্তি, গান, অভিনয় ও নৃত্যের তালে সাংস্কৃতিক মঞ্চ ছিল উৎসবমুখর। সুশৃঙ্খলভাবে অনু্ষ্ঠানটি সম্পন্ন হওয়ায় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষকমণ্ডলী ও শৃঙ্খলায় নিয়জিত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।