পটুয়াখালির কলাপাড়ায় এখনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ

S M Ashraful Azom
0
পটুয়াখালির কলাপাড়ায় এখনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ
সেবা ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে বাঁচতে এখনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছে ঐ এলাকার জনগন।
শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১৫৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিয়মিত আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে সবার খোঁজ নিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি মহিববুর রহমান মহিব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, সব আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। নিয়মিত খোঁজ নেয়া হয়েছে। প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে।

এমপি বলেন, যারা এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি। স্বেচ্ছাসেবকরা মাইকিং করে তাদের সচেতন করছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top