
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বড় পরিসরে না হলে ঘরোয়া পরিবেশে দলীয় কার্যলয়ে আলোচনা ও কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।
আজ ১১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটরে সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস,যুবলীগের সহ সভাপতি রেজাউল করিম লালু.যুবলীগ নেতা মাজেদুর রহমান,ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ,মুশফিকুর রহমান রাজিব প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।