
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধানুয়া কামালপুর ইউনিয়নের আদিবাসি, ভিক্ষুক, অসহায় ও দুস্থ শতাধিক ব্যক্তিকে ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে কম্বল প্রদান করা হয়েছে।
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. পার্থ প্রতীম চৌধুরী ও তার স্ত্রী ফারজানা বেগম তমা। কম্বল বিতরণকালে উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল হক তুহিন , প্রকৌশলী মাহবুব শিশির , সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।