
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই।
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। সেই সাথে তিনি বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রীও ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।