শেরপুরে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালিত

S M Ashraful Azom
0
শেরপুরে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ২৫ ডিসেম্বর বুধবার শেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রীষ্টান ধর্মাবল্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয়ে চলছে উৎসবের আমেজ। জেলা সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার খ্রীষ্টান ধর্মপল্লীসহ ২৯ টি গীর্জায় প্রায় অর্ধলাখ খ্রীষ্টান ধর্মে ধিক্ষিত গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্তরা নানা আয়োজনে শুভ বড় দিন উদযাপন করছে।

এসবের মধ্যে, কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতিকী গোয়াল ঘর তৈরী করে আরাধনা, কীর্ত্তন, খ্রিষ্টমাস গাছ সাজানো ও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া, প্রীতি ভোজ ও আত্মীয় স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা ইত্যাদি।

জেলার বাইরে অবস্থানরত আত্মিয়স্বজনরা এবং কর্মরত লোকজন বড় দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গির্জার পাশে চলে পণ্যের মেলা।

শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এবার প্রচন্ড শীতের কারণে বৃদ্ধ ও শিশুদের জন্যে কিছুটা কষ্ট হলেও এদিনটি শান্তিপূর্নভাবেই পালন হচ্ছে। প্রশাসনের দিক থেকেও নিরাপত্তার জন্যে অনেকটাই সহযোগিতা করছেন। শান্তিপূর্নভাবেই পালিত হচ্ছে বড়দিন। এ দিনে আমরা সকলেই সকলের জন্যে মঙ্গল কামনা করছি।

এদিকে খ্রীষ্টানরা যেন তাদের ধর্মীয় উৎসব শান্তি পূর্ণ পরিবেশে করতে পরে সে জন্য জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top