
সেবা ডেস্ক: ইন্ডিয়াতে সংখ্যালঘু মুসলিমদের প্রভাবিত করছে, সাম্প্রতিক এমন ঘটনার উপরে নজর রাখছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের জেনারেল সেক্রেটারিয়েট (ওআইসি)।
নাগরিকত্বের অধিকার ও বাবরি মসজিদ মামলা উভয় ইস্যুতেই সাম্প্রতিক ঘটনার ওপর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠনটি।
সম্প্রতি ওআইসি’র এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়।
এতে বলা হয়, জাতিসংঘের সনদে উল্লিখিত নীতি, দায়বদ্ধতাগুলো তুলে ধরা ও কোনো রকম বৈষম্য ছাড়া সংখ্যালঘুদের অধিকারের গ্যারান্টি দেয়া প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিয়মরীতি পালনের অসীম গুরুত্বের ওপরে জোর দিচ্ছে ওআইসি। এই নীতিসমূহ, দায়বদ্ধতার পরিপন্থী যেকোনো পদক্ষেপই আরো উত্তেজনা সৃষ্টি করতে পারে। এমনকি গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তার ওপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনে বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনকে ভারতের নাগরিকত্ব দেয়া হবে। এক্ষেত্রে ‘ধর্মনিরপেক্ষ’ দেশে মুসলিমদের বাদ দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার পদক্ষেপ গ্রহণ করে। যা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা ও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিতর্কিত ওই আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চলমান প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন রাজ্যে কমপক্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।