
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ডিগ্রী কলেজ মাঠে, অত্র এলাকার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবঃ) এম এ বারী আকন্দ।
তাহার শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোলায়মান হোসেন (সোলাই),
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজিজুর রহমান, চেয়ারম্যান চরআমখাওয়া ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, চরআমখাওয়া ইউনিয়ন শাখা,
দেওয়ানগঞ্জ, জামালপুর।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান (হাবিব)সিরিজ ইনচার্জ সানন্দবাড়ী পি আই সি, যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নাজিমউদ্দীন, প্রধান শিক্ষক সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়, মাওলানা আব্দুর রশীদ আকন্দ অধ্যক্ষ সানন্দবাড়ী আলিম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা পর্যায়ক্রমে বক্তব্য এর মাধ্যমে খেলার প্রতি ছাত্র /ছাত্রীদের উদ্ভুদ্ধ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।