
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গুচ্ছগ্রামে বসবাসকারী শীতার্ত পরিবার গ্রলোর মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
২২ ডিসেম্বর রবিবার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গুচ্ছগ্রামে বসবাসকারী শীতার্ত পরিবারে সদস্যদের হাতে ও শরীরে নিজ হাতে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইদ্রিস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তীসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
চলমান শীতে জেলায় স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত কম্বল বিতরণ অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন । অন্যদিকে জেলার উপজেলা গুলোতে উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ নিজ দায়িত্ব হতে উপস্থিত থেকে জেলা প্রশাসকের নির্দেশে অসহায় শীতার্তদের হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ তুলে দিচ্ছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।