![]() |
জামালপুরের মেলান্দহে উন্নত জাতের পাট চাষ শীর্ষক প্রশিক্ষণ ২৩ ডিসেম্বর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। |
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে উন্নত জাতের পাট চাষ শীর্ষক প্রশিক্ষণ ২৩ ডিসেম্বর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ ও বীজ প্রত্যয়ন অধিদপ্তর এর আয়োজন করে।
ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদা, জেলা ক্ষুদ্র পাট পরিদর্শক মুঞ্জুরুল হক বাদল, জেলা উপপরিচালক কৃষি সম্পসারন খামারবাড়ি বিএডিসি, পাট পন্য উদ্যোক্তা এসোসিয়েশন সেক্রেটারীন খায়রুল ইসলাম বাসার। মেলান্দহ উপজেলা উপসহকারি কর্মকর্তা শাম্মী আক্তার সূচি, জাগরন মহিলা সমবায় সমিতির সভাপতি সবনাম মুস্তারী, বিভিন্ন এলাকা থেকে শতাধিক কিষাণ-কিষাণী এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় উন্নত জাতের প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন ও চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।