প্রথম বিয়েটা ভুল ছিলো, বললেন পিয়া বিপাশা

S M Ashraful Azom
0
প্রথম বিয়েটা ভুল ছিলো, বললেন পিয়া বিপাশা
সেবা ডেস্ক: বাংলাদেশের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

সবকিছু ঠিক থাকলেও হঠাৎই বিবাহ বিচ্ছেদ হয় তার, হয়ে যায় ছন্দপতন। এরপরে অনেকদিন ক্যামেরার ঝলকানির বাহিরে থেকে আবারো ফিরে আসেন নিজের কাজে।

কাজে ফিরলেও নিজের জীবন সঙ্গী হিসেবে কেমন পাত্র খুঁজে নিবেন, সেটি নিয়ে অনেকটাই ‘কনফিউসড’ ছিলেন অভিনেত্রী। অবশেষে পেলেন নিজের জীবনের সেই কাঙ্গিত পুরুষকে। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ের বাগদান সম্পন্ন করেছেন তিনি।  তবে তার প্রথম বিয়ে নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি।

এবার গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি প্রথম বিয়ে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, আগের সংসারে বনিবনা হয়নি, তাই সংসারও টেকেনি। তবে আমার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।

এর আগে, দু’বছর বয়সে ছোট একজনের সঙ্গে সম্পর্ক থাকলেও তাও টেকেনি। তাই পরিবারের মতেই একজন আর্মি কর্মকর্তাকে বিয়ে করতে যাচ্ছেন। তবে সে বাংলাদেশি নন, ইউরোপের নাগরিক।

গত মঙ্গলবার মুরসালিন শুভ পরিচালিত ‘গল্পওয়ালা’ নাটকের শুটিং শেষ করে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন পিয়া বিপাশা। সেখানে ১২ দিনের ছুটি কাটিয়ে আবারো দেশে ফিরে কাজে ব্যস্ত হবেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top