
ঠাকুরগাঁও প্রতিনিধি : “চিরযুবা তুই যে চিরজীবি, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার ইএসডিও’র প্রধান কার্যালয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উদ্বোধক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মো: আখতারুজ্জামান, গেষ্ট অব অনার ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার।
লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যুব অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসুর মো: আবু বকর সিদ্দিক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচী সমন্বয়কারী খন্দকার রেজওয়ানুল করিম প্রমুখ।
পরে তরুন চেঞ্জমেকার সম্মাননা প্রদান শেষে সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যুব উৎসবে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।