![]() |
নিহত খোকন গাজী |
এ ঘটনায় মামলার প্রধান আসামী মানিক গাজীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মানিক গাজী ও তার মেয়ে সাব ইন্সপেক্টর রিমা আক্তার লিমা সহ ৭জনকে আসামী করে একটি মামলা হয়েছে।
পুলিশ ও নিহতে পরিবার সূত্রে জানা যায়, শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা মৃত আব্দুল আওয়াল গাজীর ছেলে দুই ভাই মানিক গাজী ও খোকন গাজী। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। গত রবিবার সকাল ৮ টার দিকে খোকন গাজী স্ত্রী পুত্র নিয়ে বাসষ্ট্যানের পাশে বাসা দখল করতে গেলে মানিক গাজী ও ছেলে মেয়েরা তাদের ওপর হামলা করে।
এ সময় মানিক গাজী ও তার লোকদের ইটপাটকেল আর লাঠির আঘাতে গুরুতর আহত হন খোকন গাজীর ছেলে সাগর গাজী, স্ত্রী শামছুন নাহার ও মেয়ে কাঞ্চন বেগম। এ সময় পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় আহতদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে খোকন গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মানিক গাজী, তার ছেলে সাদ্দাম গাজী, জামাতা সাকিব হোসাইন ও তার বাবা আলেক জান্ডারকে গ্রেফতার করে। এ ব্যাপারে নিহতের ছেলে সোহাগ গাজী বাদী হয়ে মানিক গাজী ও তার মেয়ে সাব ইন্সপেক্টর রিমা আক্তার লিমা সহ ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন একজন মারা যাওয়ায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।