সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে একটা সেতু আবশ্যক

S M Ashraful Azom
0
সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে  একটা সেতু আবশ্যক
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের শেষ প্রান্তে সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে  একটা সেতু আবশ্যক।

সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে অনতি বিলম্বে একটা সেতুর জন্য জোর দাবি করেছেন এলাকা বাসি।

সানন্দবাড়ীতে রয়েছে ডিগ্রি কলেজ, একটি বহুমুখী উচ্চবিদ্যালয়, একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি সিনিয়র আলিম মাদ্রাসা, আশেপাশে ৭থেকে ৮টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ বেশ কয়েকটি হাফিজিয়া ও কওমী মাদ্রাসা এবং অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে অত্র এলাকার ২০০০থেকে ৩০০০জন ছাত্র /ছাত্রী সহ ১০থেকে ২০০০০হাজার জনগন চলাচল করেন।

সানন্দবাড়ির পল্লী চিকিৎস মো. হারুন মিয়া বলেন, বর্ষা মৌসুমে নদী ভরা পানি জনমনে যেমন দূর্ভোগ পোহাতে হয়, তেমনি শুকনা মৌসুমে দূর্ভোগ টা আরো চরম আকার ধারণ করে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে জনসাধারণকে। যা নারী ও শিশু দের জন্য কষ্ট সাধ্য।স্থানীয় সুত্রে জানা যায়  উক্ত খেয়াঘাট হয়ে সানন্দ বাড়ী হাট করতে হয় নয়াচর, মোল্লার চর, মধ্যের চর সহ অনেক গ্রামবাসীর। যেহেতু এলাকাটি জামালপুরের শেষ সীমানায় তাই প্রশাসনের ও  একান্ত ভাবে  প্রশাসনের ও স্বংশ্লীস্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top