
বকশীগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ও যৌন হয়রানি প্রতিরোধ করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে এক ঘন্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রোববার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রভাষক আল আমিন , প্রভাষক পাবেল মিয়া, শিক্ষার্থী সোলায়মান হক, শিক্ষার্থী রুবাইয়া বিনতে তারেক ও শিক্ষার্থী মো. রেদওয়ান ।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নিজ এলাকায় বাল্য বিবাহ নিয়ে সচেতনতা মূলক কাজ করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে যৌন হয়রানি প্রতিরোধে সবাইকে সচেতন হতে বলা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।