সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক দোয়া মাহফিল

S M Ashraful Azom
0
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক দোয়া মাহফিল
ফয়জুর রহমান (বিশেষ প্রতিনিধি): সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে  প্রতি বছরের ন্যায় এবারো বৃহস্পতিবার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহাদ আলী, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ন্যাশনাল ব্যাংক সফিপুর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সফিপুর শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমন্ডলী ও প্রখ্যাত আলেমগণ।

দুই পর্ব বিশিষ্ট অনুষ্ঠানের প্রথম পর্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, হামদ, নাতে-রাসুল ও ইসলামি সঙ্গীত পরিবেশন করে। পরবর্তীতে মুফতি ইমদাদুল হকের পরিচালনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানসহ মুসলিম উম্মাহর জন্য মঙ্গল কামনা করা হয়।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরীক্ষার্থীদের করণীয় ও সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন।আমন্ত্রিত অতিথিগণ, শিক্ষকমন্ডলীও  পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top