![]() |
ছবি: সরিষাবাড়ীতে গ্রেফতারকৃত প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকারী যুবক। (বাম থেকে তৃতীয়জন, চেক গেঞ্জি পরিহিত) |
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতারণা দায়ে রাশেদুল ইসলাম রিফাত (১৯)কে গ্রেপ্তার করেছে র্যাব। সে ধনবাড়ী উপজেলার সুলতান প্রফেসর মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষাথী। রিফাত উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে গ্রেপ্তার শেষে শুক্রবার বিকেলে র্যাব-১৪’র সুবেদার মির্জা রাশেদুল আলম বাদি হয়ে সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান মামলার সূত্রে জানান, রাশেদুল ইসলাম রিফাত দীর্ঘদিন ধরে ফেসবুক-মেসেঞ্জার দিয়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি প্রশ্নপত্র ফাঁসের প্রতারণার কাজে জড়িত। সে ‘রোদেলা দুপুর’ ছদ্মনামে ফেসবুকে আইডি খোলে পরীক্ষার্থীদের সাথে প্রতারণার ফাঁদ পাতে। এমন সংবাদের প্রেক্ষিতে সুবেদার মির্জা রাশেদুল আলমের নেতৃত্বে র্যাব অভিযান চালায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।