
সেবা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী কলেজের ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, ভোটের দিন কেন্দ্রের আশপাশে থাকা যাবে না। একই সঙ্গে কেন্দ্রে আসার সময় ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।
তিনি বলেন, সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে র্যাব, বিজিবিসহ সরকারের বিভিন্ন সংস্থার সদস্য মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
ভোটারদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রের আশপাশে কোনো বহিরাগত থাকতে পারবে না। কেবল যারা ভোট দেবেন তাদেরই ভোট কেন্দ্রে আসতে দেয়া হবে। এজন্য ভোটররা আইডি সঙ্গে নিয়ে আসবেন। ভোট শেষে তারা বেরিয়ে যাবেন। কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়া যাবে না। একই সঙ্গে কেউ যেন ভোটের মাঠে সহিংসতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।