বকশীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্যহাতির আক্রমনে নিহত-১!

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্যহাতির আক্রমনে নিহত-১!
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বনহাতির আক্রমনে শাহীন আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহারচর গ্রামের ফজলুর রহমানের ছেলে। 
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভারত থেকে একদল বন্য হাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। এ নিয়ে পাহাড়ি জনপদের মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার শাহীন আলম তার বন্ধু গারো পাহাড়ী এলাকা তরমুজ পাড়া গ্রামের রহমানের ছেলে ছামাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকালে স্থানীয় লাউচাপড়া বিনোদন কেন্দে ঘুরতে যায় সে।
দিঘলকোনা এলাকায় যাওয়ার সাথে সাথে একদল হাতি তাকে আক্রমন করে। এ সময় হাতির পায়ের পিষ্ট হয়ে মারাত্মক আহত শাহীন আলম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারকে জানানো হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top