
শামীম তালুকদার: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী এন এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় আজ দুপুরে বিদ্যালয় মাঠে উক্ত বিদায় সংবর্ধনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিক স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বায়েজিদ বিন রফিক নুরুল ইসলাম রফিক মোঃ হুমায়ন কবির, বাদল কুমার সেন।এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির উপস্থাপনায় অতিথিবৃন্দ এসএসসি ২০২০ সালের বিদায়ী শিক্ষাথীর সুন্দর আগামীর প্রত্যাশা করেন। বিদায়ী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স,স্কেল,কলম উপহার দেওয়া হয় এবং সার্বিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত এ বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়।এ বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী আজ স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
বকশীগঞ্জে গুণগত শিক্ষার বিস্তারে এ প্রতিষ্ঠানের অবদান অবিস্মরণীয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।