ধুনটে শৈত্যপ্রবাহে যমুনার চরে মৌমাছির মড়ক

S M Ashraful Azom
0
ধুনটে শৈত্যপ্রবাহে যমুনার চরে মৌমাছির মড়ক
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বৈরী আবহাওয়ার কারণে প্রচন্ড ঠান্ডায় বগুড়ার ধুনট উপজেলার দূর্গম চর এলাকায় প্রকৃতিতে গড়ে ওঠা উন্মুক্ত মৌচাকের হাজার হাজার মাছি মারা যাচ্ছে। মৌমাছির মৃত্যুতে পরাগায়ণ ব্যাহত হয়ে চর এলাকায় সরিষা উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর বুকে জেগেছে বিশাল চর। সেখানে গড়ে উঠেছে বসতি। চরে নানা জাতের ফসলের সাথে চাষ হচ্ছে সরিষার। বালু চর এখন সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে। উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সরিষা ফুলে উৎকৃষ্ট মধু উৎপন্ন হয়। তাই ফুলের গন্ধের টানে ছুটে আসছে মৌমাছিরা। ফুলে ফুলে শুরু হয়েছে মৌমাছি আর প্রজাপতির নাচন।

এদিকে যমুনার চর এলাকায় বড় আকারের তেমন কোন গাছপালা নেই। তাই মৌমাছিরা মধু মৌসুমে চরের বুকে প্রাকৃতিক ভাবে গজে ওঠা কলমি গাছের ডালে চাক বেঁধেছে। আবার মৌ চাষিরা মৌ বাক্সের মাধ্যমে কৃত্রিমভাবে মধু সংগ্রহ করছে। তবে মৌমাছি প্রকৃতিতে মৌচাক বাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এ বছর চর এলাকায় কলমি গাছের ডালে কমপক্ষে ১০টি মৌচাক তৈরী করেছে মৌমাছি।
বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সরেজমিন যমুনা নদীর চর এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য স্থানের চেয়ে চর এলাকায় শীতের তীব্রতা বেশী। শীতের কারনে কয়েকটি কলমি গাছের ডালে মৌচাক থেকে মৌমাছি মরে মাটিতে স্তুপ হয়ে আছে। এছাড়া কিছু কিছু মৌমাছি ডালের সাথে মৌচাক আকড়ে ধরে থাকলেও শীতের প্রকোপে মৌমাছিরা নড়াচড়া কিংবা ডানা মেলছে না।

যমুনা পারের ভান্ডারবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, টানা দীর্ঘ দিনের শৈত্যপ্রবাহ, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মৌমাছি। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌচাষী, অন্যদিকে পরাগায়ণ ব্যাহত হওয়ায় সরিষা আবাদে ফলন বিপর্যয়ের আশংকা রয়েছে। এছাড়া পরিবেশের ভাারসাম্য অবশ্যই নষ্ট হবে।

ধুনট উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান বলেন, ফসল উৎপাদনে পরাগায়ন থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক কাজ মৌমাছি করে থাকে। শীতের তীব্রতা থেকে মৌমাছি রক্ষায় মৌচাষীদের চটের বস্তা দিয়ে বাক্স ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্ত উন্মুক্ত স্থানে প্রকৃতিতে গড়ে উঠা মৌচাকের মৌমাছি শীতের মড়ক থেকে রক্ষার কোন ব্যবস্থা নেই।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top