পলাশবাড়ীতে জৈব বায়োগ্যাস প্লান্টের হাউজ থেকে যুবকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে জৈব বায়োগ্যাস প্লান্টের হাউজ থেকে যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের জৈব বায়োগ্যাস প্লান্ট থেকে আজ ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে পুলিশ শাওন হাসান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত শাওন ওই গ্রামের গ্রামের সাবু মিয়ার ছেলে। শাওন কোমরবাজারে দীর্ঘদিন ধরে মনোহরী দোকানে ব্যবসা করে আসছিল।

স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে শাওনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমরপুর বাজার এলাকায় মৃত আজিজার রহমানের বাড়ির কাছের একটি বায়োগ্যাস প্লান্টের পাশে রক্তের দাগ দেখতে পায় তার স্বজনরা। রক্তের দাগ জৈব বায়ুগ্যাস প্লান্ট  পর্যন্ত গেলে প্লান্টের হাউজের ভেতর খোঁজ করে শাওনের লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় লাশটি ইট দিয়ে চাপা দিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল।
Body of youth recovered from house of biogas plant in Palashbari
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ জৈব বায়োগ্যাস প্লান্টের হাউজে ডুবিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top