
রফিকুল আলম,ধুনট (বগুড়া): মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য-এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় শাহ্জালাল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় ২০০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় চত্বরে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিএমসি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ।
শাহ্জালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলামিষ্ট রেজাউল হক মিন্টু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জিএমসি ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, শাহ্জালাল স্মৃতি ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল, বৃত্তি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত সহকারি ভূমি কর্মকর্তা রহমতুল্লাহ খাঁন, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম ফারুক, সমাজসেবক মুকুল হোসেন, মাহমুদ আলম, আব্দুল কাদের ও মোজাহারুল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।