
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে বাঁশখালী থানার উদ্যোগে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. কামাল উদ্দিন এর নির্দেশক্রমে এই সপ্তাহিক চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মরত শতাধিক চৌকিদারদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, বাঁশাখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক, এসআই প্রদীপ চক্রবত্তী ও এএসআই মু. নাজমুল হাছান।
এসময় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি এবং সামাজের বিভিন্ন ধরণের অপরাধকর্ম সম্পর্কে সাম্যক আলোচনা করা হয়। ইউনিয়নের যে কোন ধরনের অপরাধ নির্মূল করণে সবসময় সচেতনতার সাথে দায়িত্ব পালন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।