
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতনিধি : শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে আয়োজিত মেয়র কাপ ফুটবল ট‚র্ণামেন্টের সেমিফাইনাল খেলায় আজ ২৮ জানুয়ারী বিকেলে দু’দল সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের খেলোয়ারসহ অন্তত ১০জন আহত হয়েছে।
৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যকার উত্তেজনাকর এ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় ৫নং ওয়ার্ডের একজন বিদেশী খেলোয়াড় ৬নং ওয়ার্ডের একজন খেলোয়াড়কে অবৈধভাবে ধাক্কা দিলে উভয় দলের খেলোয়াড়ের মধ্যে প্রথমে ও পরে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খেলোয়াড়সহ উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে বাকী সময় আর খেলা চলেনাই। এসময় পৌর মেয়র গোলাম মোহাম্মাদ কিবরিয়া ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: হাকিম বাবুল জানান, এঘটনার পর ম্যাচ কমিটির সিদ্ধান্তানুযায়ী পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও ম্যাচ রেফারী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেন। এসময় আরো জানানো হয় আগামী কাল বিকাল তিনটায় পরিত্যক্ত এ খেলা অনুষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।