![]() |
| কাঠারবিল বাজারের চিত্র |
যে সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উন্নয়নের অগ্রযাত্রায় পরিপূর্ণ। বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। বিশ্ব যখন হাতের মুঠোয়, বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি ও কার্যক্রমে সক্ষম। যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত, ঠিক তখনি দেশের উন্নয়নশীল কার্যক্রমের বাঁধা গ্রস্তের মতো এই অবস্থা লক্ষ্য করা যায়।
যে সময় মানুষ ডিজিটালের ছোঁয়ায় সময়ের সাথে তাল মিলিয়ে উপজেলার সাথে সুসম্পর্ক স্থাপন করে দৈনিক যাতায়াতে অভ্যুস্থ, ঠিক তখনই সানন্দবাড়ি হতে দেওয়ানগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হয়ে, কাঠারবিল বাজারের পুর্ব পাশে রাস্তার ভয়াবহতার কারণে দুই থেকে আড়াই ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়।
স্থানীয় সুত্রে ও লোক মারফত জানা যায়, বিগত বন্যার পুর্বে হতে এই জায়গায় রাস্তা ভাঙ্গা ও কাঁদা যুক্ত থাকে।যার ফলে গাড়ি সঠিক ভাবে যাতায়াত করতে পারে না। মাঝে মাঝে গাড়ি উল্টে যায়। অধিক কাঁদা যুক্ত থাকার কারণে মটর সাইকেল, সিএনজি, অটোরিকশা, ট্রলি সহ উল্টে যায় বা কখনও কখনও আটকে যায়। যার ফলে দুই আড়াই ঘন্টা জ্যাম পড়ে থাকে।
সানন্দবাড়ী ও তারাটিয়া হতে দেওয়ানগঞ্জ উপজেলা যাওয়ার জন্য এই রাস্তা ব্যতিত বিকল্প কোন রাস্তা নেই। যাত্রীদের রাস্তার বেহাল দশার কারণে ভোগান্তিকে পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, মেইন রাস্তার কাঠারবিল বাজারের পশ্চিম পাশ হতে বাজারের পুর্ব পাশে তেলের পাম্প পর্যন্ত রাস্তার বেহাল দশা। যা যানবাহন চলাচলের অযোগ্য। এরকম রাস্তার কারণে হরহামেশা দুর্ঘটনা ঘটেই চলেছে।
এলাকাবাসীর ধারণা, এরকম রাস্তার অবস্থার পরিবর্তন না হলে, রাস্তার উন্নয়ন না হলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এ সকল রাস্তার জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।