
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় সরুগ্রামবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বাৎসরিক পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সরুগ্রাম দক্ষিনপাড়া ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ঘোড়দৌড় প্রতিযোগীতা ও বাৎসরিক পৌষ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, যুবলীগ নেতা রাজিবুজ্জামান রাজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।