
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা বালারহাট বাজার থেকে মনছুর আলী (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ৫ কেজি গাজা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। মনছুর আলী উপজেলার গজেরকুটি গ্রামের আমিন উদ্দিনের পূত্র। পরে রবিবার (৫ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসায়ী মনছুর আলীকে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, গ্রেফতার মনছুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।