
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ৮০ পিচ ইয়াবা সহ পাঁচগাছি চরপাড়া গ্রামের মাদক কারবারি রিপন মিয়া (২৫)কে আটক করেছে।
তার পিতার নাম আব্দুস সামাদ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাজিপুর থানার এসআই এসএম আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চরপাড়া গ্রামের নূরনবী সরকারের দোকানের সামনে থেকে তাকে আটক করে।
এসময় ইয়াবা চালানের মূল হোতা একই গ্রামের মৃত গাজিউর রহমানের পুত্র শামিম সরকার(৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, আটকৃত ইয়াবা ব্যবসায়ীকে নিয়মিত মামলা দিয়ে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক শামীম সরকারকে আটকের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।