জেনে নিন বিশ্ব ইজতেমার ট্রেনের সময়সূচি

S M Ashraful Azom
0
জেনে নিন বিশ্ব ইজতেমার ট্রেনের সময়সূচি
সেবা ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল শুক্রবার থেকে রোববার এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়।

১১ ও ১৮ জানুয়ারির সূচি অনুযায়ী বিশেষ ট্রেন চলবে: 
জামালপুর টু টঙ্গী স্পেশাল ট্রেন জামালপুর ছাড়বে সকাল ০৯টা ১৫ মিনিট, টঙ্গী স্টেশনে পৌঁছবে দুপুর ০২টা ১৫ মিনিট।

১০ ও ১৭ জানুয়ারি জুম্মা স্পেশাল ট্রেনের সময়সূচি হচ্ছে: 
ঢাকা টু  টঙ্গী স্পেশাল ট্রেন ঢাকা ছাড়বে সকাল ১০টা ২০ মিনিট, টঙ্গী পৌঁছবে ১১টা ২০ মিনিট।
টঙ্গী টু ঢাকা স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ০২টা ৫০ মিনিট, ঢাকা পৌঁছবে দুপুর ০৩টা ৫০ মিনিট।

আখেরী মোনাজাতের দিন ১২ ও ১৯ জানুয়ারির সূচি অনুযায়ী ট্রেন চলবে: 
ঢাকা টু টঙ্গী স্পেশাল ট্রেন ১ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিট, টঙ্গী পৌঁছবে ভোর ০৬টা ১৫ মিনিট।
ঢাকা টু টঙ্গী স্পেশাল ট্রেন ২ ঢাকা ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিট, টঙ্গী পৌঁছবে সকাল ০৮টা ১০ মিনিট।
ঢাকা টু টঙ্গী স্পেশাল ট্রেন ৩ ঢাকা ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, টঙ্গী পৌঁছবে সকাল ০৮টা ৩০ মিনিট।
ঢাকা টু টঙ্গী স্পেশাল ট্রেন ৪ ঢাকা ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিট, টঙ্গী পৌছবে সকাল ১০টা ৪৫ মিনিট।
ঢাকা টু টঙ্গী স্পেশাল ট্রেন ৫ ঢাকা ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট, টঙ্গী পৌঁছবে সকাল ১১টা ৩০ মিনিট।
টঙ্গী টু ঢাকা স্পেশাল ১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিট, ঢাকা পৌঁছবে দুপুর ০১টা ৩৫ মিনিট।
টঙ্গী টু ঢাকা স্পেশাল ২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিট, ঢাকা পৌঁছবে দুপুর ০১টা ৩৫ মিনিট।
টঙ্গী টু ঢাকা স্পেশাল ৩ টঙ্গী ছাড়বে দুপুর ০২টা ১৫ মিনিট, ঢাকা পৌঁছবে দুপুর ০৩টা ১০ মিনিট।
টঙ্গী টু ঢাকা স্পেশাল ৪ টঙ্গী ছাড়বে বিকেল ০৪টা ২০ মিনিট, ঢাকা পৌঁছবে বিকেল ০৫টা ২০ মিনিট।
টঙ্গী টু ময়মনসিংহ ১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিট, ময়মনসিংহ পৌঁছবে দুপুর ০৩টা ৫৫ মিনিট।
টঙ্গী টু ময়মনসিংহ ২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিট, ময়মনসিংহ পৌঁছবে দুপুর ০৪টা ৫৫ মিনিট।

টঙ্গী টু  টুঙ্গাইল স্পেশাল টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিট,  টুঙ্গাইল পৌঁছবে দুপুর ০২টা ২০ মিনিট।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ব ইজতেমায় আসা মুসুল্লিদের সুবিধার্থে ৮ জানুয়ারি দুপুরের পর থেকে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত এবং ১৬ জানুয়ারি দুপুরের পর থেকে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেনের টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে।

আগামী ১৩ ও ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন (সোনার বাংলা ট্রেন ব্যতিত) সকল আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন সমূহ টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে।

আগামী ১২ ও ১৯ জানুয়ারি সূবর্ণ এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। তবে ১৩ ও ২০ জানুয়ারি সোমবার সূবর্ণ এক্সপ্রেস ট্রেন এবং ১২ ও ১৯ জানুয়ারি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

১২ ও ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ঢাকা টু কালিয়াকৈর ও ঢাকা টু নারায়ণগঞ্জের মধ্যে ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৩ ও ২০ জানুয়ারি বহির্গামী টিকেটধারী মুসল্লীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দুর প্রভাতী, তিস্তা, নীলসাগর, মোহনগঞ্জ, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকুল, কালনী, ব্রহ্মপুত্র, চিত্রা, দ্রুতযান, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর, উপবন, লালমনি, বেনাপোল, কুড়িগ্রাম ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top